ফাইযানের সঙ্গে গল্প করার মজা হচ্ছে, সে নীরব শ্রোতা নয়। অনেক ইন্টারেকটিভ। অনেক প্রশ্ন আর কথার পিঠে কথা জুড়িয়ে দেয়। তাই গল্পগুলো এগিয়ে যায় বাধাহীন মুক্ত ঝরনার মতো। ফাইযান আমার ছেলে। সে দিন ওর সঙ্গে নাসিরুদ্দিন হোজ্জা আর বারাক ওবামার গল্প করছিলাম। গল্প ছোট হলে, সে বলবে, ‘এত ছোট! এটা ফেয়ার না..., এত ছোট গল্প আমি শুনি না।’ আর আমি বলি, ঠিক আছে আমার গল্প ফেরত দাও। গল্প তো আর ফেরত দেওয়া... বিস্তারিত
from প্রথম আলো https://ift.tt/2Aorlri
0 comments:
Post a Comment